ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

​ঘুম নাই চোখে




















 
রাতজাগা পাখি যেন
চোখে নাই ঘুম,
তারউপরে দুঃস্বপ্নেরা
উড়ে চলে শকুনের মতো!
মায়াহীন-দয়াহীন, আর বড় নিষ্ঠুর
সংসার একখানা আমাদের।
প্রতিদিন এখানে গজায় ষড়যন্ত্রের নতুন শিকড়,
তাই দ্বন্দ্বযুদ্ধ, ছায়াযুদ্ধ, আর স্নায়ুযুদ্ধ
লেগে আছে সর্বক্ষণ!
এগুলো নিত্যনৈমিত্তিক ব্যাপারস্যাপারে
পরিণত হয়েছে আমাদের সোনালি জীবনে।
আজ আমাদের পরিপূর্ণ সুখ নাই, স্বস্তি নাই,
আর নাই ফসলভরা একটুকরো মাঠের মতো
উপচেপরা সজীব-সতেজ ভালোবাসা,
তবুও সংসার একখানা আমাদের।
 
সহজে কেউ এখানে আপসরফা করতে চায় না,
আর একটু সুযোগ পেলেই বসিয়ে দেয় যেন
ভয়াবহ পারমাণবিক বোমার আঁচড়!
খুব ভয়াবহ-ভালো সংসার আমাদের।
তবুও কত মায়া, আর কত ভালোবাসা এখানে!
পেটভরে যায় সবার প্রচণ্ড হিংসায়,
আর বুকে বারুদের মতো বারবার জ্বলে ওঠে
অহংকারের ভয়াবহ দাবানল!
অসহিষ্ণুতার আর পরশ্রীকাতরতার স্ফুলিঙ্গ
জ্বালিয়ে-পুড়িয়ে খাক করে দিচ্ছে আমাদের হৃদয়।
 
এখানেও একটু ভালোবাসা আছে!
আর সবই বুঝি লোকদেখানো অনুশীলন,
প্রতিদিন সংসারে লাঞ্ছিত হয় রমণী,
আর প্রতিদিন সংসারে উপেক্ষিত হয় রমণী।
একটুআধটু অনুযোগে অমনি খেতাব জুটবে
অভাগার কপালে ভয়াবহ বেআদবের!
ভালোবাসা নাই, প্রেম নাই,
আর মরে গেছে আমাদের হৃদয়,
তবুও সংসার একখানা আমাদের!
 
ভালোবাসা কর্পূরের মতো উবে গেছে,
বেড়ে গেছে সন্দেহ-সংশয় আর অবিশ্বাস,
ভালোবাসাবিহীন পরিত্যক্ত কাননে
আর আগুনভরা নরকালয়ে
তবুও সাজিয়ে চলেছি আমরা জীবনের সংসার।
মানুষ বোঝে না হৃদয়ের সততা,
মানুষ বোঝে না হৃদয়ের উচ্চতা,
মানুষ বোঝে শুধু ক্ষুদ্র স্বার্থপরতা।
মানুষ কি বোঝে কখনও
বুকের গভীরে লুকিয়ে রাখা ভালোবাসা?
মানুষ বোঝে না হৃদয়সুখের উষ্ণতা।
আগুনের সংসারে, আগুনভরা কাননে
যুদ্ধ করে-করে, জীবনটা ক্ষয়ে-ক্ষয়ে
ফুল ফোটাতে ব্যস্ত—ভালোবাসার ফুল!
তাই ঘুম নাই চোখে।
 
 
 
 
 
অপর্ণা সেন
১১/০৮/২০১৭
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ অপর্ণা সেন তারিখঃ 11/08/2017
সর্বমোট 11204 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন