ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মুক্তচিন্তা ব্লগের ব্লগারদের বন্ধুত্বদিবসের শুভেচ্ছা


১৯৩৫ সালে মার্কিন কংগ্রেস আগস্ট মাসের প্রথম রবিবারকে বন্ধুত্বদিবস হিসেবে ঘোষণা করে। এর আগে হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা জয়েস হল ১৯১৯ সালের আগস্টের প্রথম রবিবার একে অন্যেকে কার্ড বিতরণের মাধ্যমে বন্ধুত্বদিবস পালন করার বিষয়টি প্রচার করে আসছিলেন। 

২৭ এপ্রিল ২০১১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৩০ জুলাইকে আন্তর্জাতিক বন্ধুত্বদিবস ঘোষণা করে। যদিও ভারত, বাংলাদেশসহ বেশকিছু দেশ পূর্বের রীতি অনুসরণ করে আগস্টের প্রথম রবিবারই বন্ধুত্বদিবস উদযাপন করে ৷

মুক্তচিন্তা ব্লগের ব্লগারদের বন্ধুত্বদিবসের শুভেচ্ছা। বন্ধুত্বের বন্ধন দৃঢ় হোক। লেখনি হোক ব্লগের শক্তি। 

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ যুক্তিযুক্ত তারিখঃ 06/08/2017
সর্বমোট 11877 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন