ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ঘাতক সরে যাও আমাদের পিতার সমাধি থেকে





















ঘাতক সরে যাও আমাদের পিতার সমাধি থেকে

সাইয়িদ রফিকুল হক

 
ফুলে-ফুলে ঢেকে আছে
আজ পিতার সমাধি,
ফুলের ছড়াছড়ি চারপাশে,
শুধু ফুল আর ফুল
আজ আমাদের পিতার সমাধিতে!
আর ফুল হাতেই দাঁড়িয়ে আছে
এই বাংলার ঘাতক ক’জন,
ওরাও এসেছে পিতার সমাধিতে,
হোক না কুলাঙ্গার,
তবুও এসেছে পিতার সমাধিতে!
 
স্বার্থের বেড়াজালে আটকে পড়ে
কাঁপছে পাপীর দেহ থরথর,
ফুল হাতে এসেছে তবুও পিতার সমাধিতে,
অথচ পিতার ঘাতকদের সঙ্গে
সবসময় চলছে এদের ব্যবসায়িক লেনদেন!
এরা আমাদের জনকের নাম মুখে আনে
স্বার্থের নেশায়—আর অসংখ্য লোভে,
আমাদের জাতির জনকের স্বপ্নগুলো
মুছে দিতে চায় অচেনা প্রেমিকগুলো,
আর এরাই এখন ভিড় করেছে
আমাদের পিতার সমাধিস্থলে।
 
আমাদের জনকের জন্ম না হলে
আমরা পেতাম না নিজেদের পরিচিতি,
আর বিশ্ব থেকে চিরতরে হারিয়ে যেতো
আমাদের ঐতিহাসিক অস্তিত্ব,
আমাদের পিতা বাঙালির অস্তিত্বকে
বিশ্বে করেছেন সম্মানে সমাসীন,
তিনি আমাদের পিতা
তিনি আমাদের জাতির পিতা
নাম তাঁর শেখ মুজিব,
আর উপাধি আছে ‘জাতির জনক’ ‘বঙ্গবন্ধু’,
এশিয়া থেকে ইউরোপ তাঁকে কুর্নিশ করে
মহাসম্ভ্রমে আর নিঃস্বার্থ ভালোবাসায়,
আফ্রিকা, আমেরিকার বিবেকগুলো
তাঁকে দেখে উঠে দাঁড়ায় সসম্ভ্রমে,
আর সবাই বলে: জয় শেখ মুজিব,
আর জয় হোক বাঙালির।
 
আমাদের পিতা শুধু বাংলাদেশের,
আমাদের পিতা শুধুই বাঙালি-জাতির,
আমাদের পিতা শুধুই শোষিত-বঞ্চিত মানুষের,
আমাদের পিতা জন্মেছিলেন শুধু বাংলাদেশের জন্যে,
আর তোমরা পিতার নামে করছো
নিজেদের মহাসুখের স্বার্থ-আবাদ!
আজ তাঁর নামে দেশপ্রেমের অভিনয় করছে
মুখচেনা কিছু পাপী, আর কিছু সুবিধাবাদী,
সুবিধাবাদী-দালালগুলো ফুল হাতে আজ
সবার আগে-আগে যাচ্ছে
আমাদের পিতার সমাধিতে,
ওদের এখনই বের করে দাও
আমাদের জনকের সমাধিস্থল থেকে,
আর ওদের হাত থেকে তোমাদের প্রবল শক্তিতে
ওদের লোকদেখানো-মিথ্যাপ্রেমের ফুলের তোড়া
জোর করে কেড়ে নাও তোমরা,
আর জেগে ওঠো আজ বাংলার দেশপ্রেমিকেরা,
আর দেশবিরোধী ঘাতক সরে যাও
আমাদের পিতার সমাধি থেকে,
আর এখনই বেরিয়ে যাও তোমরা।
 
 
 


 
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
 
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক তারিখঃ 05/08/2017
সর্বমোট 3891 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন