ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সুখ সন্ধান

বিষণ্ণতার কালো মেঘ গ্রাস করছে
মিলিয়ে গেছে জীবনের পংক্তি,
ছন্দে ছন্দে আজ ছন্দপতন,
দুঃখকষ্ট আমায় আগলে রেখেছে
করিছে মহা খাতির যতন।

অনেক তো হলো দুখের সাথে ঘরবাঁধা
এখন সুখের সন্ধানে,
খুঁজতে বেরুলাম মুকুন্দরামের "শুকপাখি"
মিছিমিছি সেকি খোঁজাখুঁজি
এথায় খুঁজি সেথায় খুঁজি,
খুঁজে খুঁজে হাহাকার,
কোথাকার কোনো "শুকপাখি"
ধরা যায়না ছোঁয়া যায়না
ডানাভাঙা,পালক নেই একদম নিরাকার,

খুঁজেখুঁজে বুঝে নিলাম,
ধুরছাই শুকপাখি বলতে কিছুই না।
সবটাই মিছে কাল্পনিক পাখি চরিত্র।
সুখ এতেই যখন যেমন সেটাই সুখ
কিসের দুঃখ কিসের কষ্ট এইতো হাসিহাসি মুখ।

ছবি
সেকশনঃ অনুবাদ কবিতা
লিখেছেনঃ উজান অমিত তারিখঃ 05/08/2017
সর্বমোট 3405 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন