ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

পুড়ছে প্রিয় শহর...

পুড়ছে প্রিয় শহর
তপ্ত তাপে চৈত্র ভাপে উষ্ঠাগত প্রহর;
সূর্য হিসেব চুকায়,সবুজ ধরা শুকায়
পাড়ায় পাড়ায় লাগছে আগুন ছায়ারা সব লুকায়!
তপ্ত দুপুরবেলা
দামাল ছেলে করে না আর সবুজ মাঠে খেলা;
মাঠ করে আজ খাঁ খাঁ ,কাক ডাকে না কাকা
ক্লান্ত শহর ঝিম ধরেছে চারপাশ আজ ফাঁকা।
নদীতে নাই খেয়া
ভরা শ্রাবণ আকাশে জুড়ে ডাকে না আর দেয়া;
আয় বৃষ্টি আয়,সবুজ শহরটায়
জলে স্থলে লাগলো আগুন তোকেই সবাই চায়।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 03/08/2017
সর্বমোট 6297 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন