ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সুরমার কাছে সব ঝাপসা লাগে টুকটুকি !
----------------------------------------------

ইদানিং স্বপ্ন জুড়ে নির্বাক এক

বাগান আর তার দীর্ঘশ্বাস 

নবজাতকের আর্তনাদের মতোই

নিদ্রার ঘোরে হানা দ্যায় 

সবুজাভ বৃক্ষ ডেকে যায় মধ্য বসন্তে

কোকিলের সুরে

তুই আমি আমাদের দৈনন্দিনতায়

হুট হাট ঢুকে পড়ে

শৈশবের সেই আমলকী বন --

সুরমার কাছে সব ঝাপসা লাগে টুকটুকি !




হাত ভর্তি মেঘ আর নীল 

কুয়াশা মোড়ানো ভোরে চুরি হওয়া সেই

লাল, নীল, হলদে গোলাপ

এখনো লেপটে আছে স্মৃতির খাতায়

হরতকি গাছের নিচে বৌছি খেলছে শৈশবের দল

রুমি সুমি পপি মুন্নি রুবিদের 

স্কুল ছুটির এক একটি দুপুর

লবন মরিচের ঝাল 

বাতাসে ভাসায় বুনো গন্ধ !

বাজারটিলা পেরিয়ে রবিবারের হাট

টুংটাং চুরি, মুড়ি, মুড়কী আর বাতাসা

জোনাকির নিভু নিভু আলোয় 

সদরে ফেরা ---

সুরমার কাছে সব ঝাপসা লাগে টুকটুকি ।



চলবে --



( টুকটুকি আমার ছেলেবেলার বন্ধু বহু বছর পর যাকে খুঁজে পেয়েছি এই ফেইসবুকের মাধ্যমে আজ সকালে একটি লাইন বলেছিল ও 'সুরমার কাছে সব কিছু ঝাপসা ' লাইনটি কোথায় গিয়ে যেন বিঁধে ! আমাদের ছেলেবেলাটা কেটেছে এক সাথে সুরমার ( চা বাগান ) আলো বাতাসে । আমার জীবনে অনেক স্মৃতিই ম্লান হয়ে গেছে -- কিন্তু এই চা বাগান আর তার মানুষ গুলো যেন দিব্যি চোখের সামনে ভাসে । ) 


ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাকিয়া রিপা তারিখঃ 31/07/2017
সর্বমোট 10088 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন