ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

পথ ডেকেছে দূরে

পথ ডেকেছে দূরে
পথের পাখি পথের বাঁকে গাইছে আপন সুরে;
সকল বেচা কেনা,পথেই লেনাদেনা
পথের মাঝে পথ হারিয়ে পথটা হলো চেনা।
বয়স বাড়ে পথের
জং ধরে জীবন নামের একলা চলা রথের;
তবুও ছুটে চলা,ভালো আছি বলা
মিথ্যে কথার ফুলঝুরিতে সুখের ছলাকলা।
পথের সকল পথিক
যে পথে ধায় ব্যস্ত দুপায় তাদের কি পথ সঠিক?
থামছে না তাই চলা,পথের গল্প বলা
পথ দিয়েছে পথ করে আজ শুধুই ছুটে চলা।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 26/07/2017
সর্বমোট 9584 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন