ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মানুষ হবে না তুমি





















মানুষ হবে না তুমি

সাইয়িদ রফিকুল হক

 
মানুষ হবে না তুমি?
তোমার মুখে শূয়রের হাসি
আর নিজের আখের গোছাতে
তুমি লুটপাট করছো মনের সুখে!
তোমাদের মতো অনেক শূয়র
লুটপাট করে এখন জনরোষে পলাতক,
আর কেউ-কেউ শুয়ে আছে বিদেশের মাটিতে।
দেশে এখনও জনগণের সরকার আছে,
দেশে এখনও মানুষের সরকার আছে,
আর দেশে এখনও দেশ-জনতার সমর্থনে
মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আছে।
তবুও তোমাদের মনে ভয় জাগে না!
তবুও রাজাকারদের মিথ্যা বলা থামবে না?
তবুও যুদ্ধাপরাধীদের অপপ্রচার থামবে না?
তুমি তো এদেরই বংশধর,
তাইতো তোমার মুখে দেখি শূয়রের হাসি!
 
তোমরা একটু সুযোগ পেলেই
সরকারি সম্পদ হাতিয়ে নিচ্ছো!
তোমাদের আমলাতান্ত্রিক বিলাসিতায়
দেশের সাধারণ মানুষগুলো আজ বড় অসহায়!
তবুও তোমাদের বোধোদয় হয় না।
তবুও তোমাদের লজ্জা করে না!
তবুও তোমাদের পশুত্ব কমে না।
লুটেরার দল একদিন জনরোষে সবকিছু হারিয়ে
পালিয়েছে দস্যু-বাটপাড়ের দেশে,
আর সেখানে বিলাসী জীবনে মদের বোতল খুলে
শুরু হয় তাদের ধর্মপ্রেমের দিন!
তোমরা লুটেরা সেইসব পাষণ্ডের বংশধর।
লুটেরার দল সবখানে পাকিয়েছে জটলা,
আর দালালগুলো এখনও ব্যস্ত ষড়যন্ত্রে!
কিন্তু মনে রেখো পাষণ্ডের দল:
দেশে এখনও সরকার আছে,
প্রয়োজনে আবার শুরু হবে মুক্তিযুদ্ধ।
হে ভণ্ডশয়তান, আর লুটেরা খবিসের দল,
আর যত দেশবিরোধী-ঘুষখোর আদিমশূয়র
এখনও সময় আছে তোমরা ভালো হয়ে যাও,
আর একাত্তরের লুটতরাজ ভুলে যাও,
নইলে তোমাদের কারও পিঠের চামড়া থাকবে না,
আর তোমাদের শয়তানী এই বাংলাদেশে চলবে না।
তোমরা কবে মানুষ হবে? আর কবে মানুষ হবে?
কবে মানুষ হবে তোমরা? আর হবে মানুষ কবে?
মানুষ হবে না তুমি? মানুষ হবে না তুমি।
 
 
 
 
 
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৩/০৭/২০১৭
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক তারিখঃ 17/07/2017
সর্বমোট 2169 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন