ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বৈভব

ঝড়ের উত্তাল তরঙ্গ ঊর্মিমালা দেখেছ?
দেখেছ কি তার ভাঙ্গা গড়ার ছন্দপতন?
আমি দেখেছি!  দেখেছি নিঃশব্দ রাতে
মধ্য সমুদ্রে দিকহারা নাবিক কে
সমুদ্রের অতলে তলিয়ে যেতে যেতে
পুনরায় ভেসে উঠা জীবন কে।
জবিনকে দেখেছি আমি আকাশের নীলে
বজ্রের আঘাতে, নদীর ভাঙ্গনে, শীশুর ক্রন্দনে।
দেখেছি আমি অবারিত সবুজে, সৃজনে সৃজনে
নিপীড়িত জনতার কাতারে, মিছিলে মিছিলে।
দেখেছি কখনো ভালবাসায়, প্রেমের ছায়ায়
আবার দেখেছি অবহেলায়, অপমানে,
ভাঙ্গনে ভাঙ্গনে। ভীমরুলের অসহ্য বিষে
অমানবিক রোষানলে, জ্বলন্ত অগ্নিশিখায়-
হতাশা আর আশায়। জীবনকে দেখেছি,
জীবনের ভাষায়।
জীবনের হায়ে তুড়ি মেরে
জীবনের পিঠে পিঠ ঠেকিয়ে আমি
একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছি।
জীবনেরও ঊর্ধ্বে এসেছি আজ।
সময়ের ঘরে আজ আমার জীবনের সাজ।
ঘোর অমাবশ্যায় কৃঞ্চকালো আঁধারের
 পথ খুঁড়ে খুঁড়ে আলোর দুয়ার খুলেছি,
সন্ধ্যাপ্রদীপ জ্বেলেছি, প্রভাত কিরণ হয়েছি।
জৈষ্টের কাঠফাঁটা রুদ্দুরে পুড়তে পুড়তে
ক্লান্ত অবসন্ন সময়ের কাছে দাঁড়ায়েও
মনে হয়েছে জীবন সুন্দর, খুব বেশী।
বড় বেশী রকমের সুন্দর জীবন!
জীবনকে ভালবেসে কিংশুক রাগে
নিজেকে সাজাতে চেয়েছিলাম, আর
তোমাকে রুদ্দুর ভেবেছিলাম। অথচ
কি নির্লিপ্ত আজ সময়ের ঘাত!
নিরেট বৈভবে পূর্ণ তার কালের পারাবার।
সুদীর্ঘ কালের গর্ভে তলিয়ে গেছে
পৌরাণিক কাহিনীর মতো প্রীতি সম্ভার।
তোমাকে মনে করতে চাইনি বলেই
 আর কোনদিন মনে পড়েনি কোন কথা তোমার।
 তোমাকে ভাবতে চাইনি বলেই কখনো আর,
স্বপ্নেও তুমি আসনি আমার। শুধু,
বিশ্ব ব্রক্ষ্মান্ড খুলে দিল তার স্বপ্ন দুয়ার।
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ মম তারিখঃ 17/07/2017
সর্বমোট 1031 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন