ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

শুদ্ধতা...

এক জনমের নিবেদন নিয়ে একটা নদী
ফিরে এলো দ্বিধায়,
মানুষটিও দ্বিধামুক্ত ডেকে উঠতে পারেনি
পেছন থেকে!
বলতে পারেনি থেকে যাও আরো কিছুক্ষণ!
অথচ মানুষটিরই যাবার কথা ছিল নদীটির কাছে!
নদী চিরকাল নিয়ম করে দুকূল ভাঙবে
মানুষ কেন এটাই ভেবে বসে থাকে?
অনেক অপূর্ণতার জলও নদীর বুকে থাকে
তার গর্জন কী মানুষ শুনে?
এতো বধিরতা মানুষ কী করে ভেতরে পুষে!
পাপ পঙ্কিলতায় আমুণ্ডুপদনখ ডোবে
গঙ্গাস্নানেই শুদ্ধ হয়!
তবুও রোজ রোজ পাপের বয়স বাড়ে।
অথচ নদীকে অবজ্ঞা করে
গঙ্গা স্নানেই শুদ্ধতা খুঁজে স্বার্থপর মানুষ!
ভুলে যায়,
জলের বয়স বাড়ে না
জলে যেমন রেখা থাকে না
জগতের সমূহ পাপ বুকে ধরেও
জল অপবিত্র হয় না।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 08/07/2017
সর্বমোট 6181 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন