ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

শিরোনাম নেই-২

যখন বাড়ীতে পৌঁছালাম তখন রাতদুপুর
ইলেক্ট্রিকপোষ্টের আলোছায়ায় যেটুকু দেখা যায়
কয়েকটি কুকর আমাকে দেখেই চিৎকার জুড়ে দিলো
আমি দাড়াঁতেই চিনলো কিনা জানি না কুকুরগুলো চুপ হয়ে গেলো।

সিগারেটের শেষ টান দিয়েই বাড়ীতে প্রবেশ করলাম
চিরচেনা আমার নীড়ে, আমার স্পন্দন
আসার খবর আগেই জানতো, গেটটা তাই খোলাই ছিল
জানতাম ঘরের চাবি কোথায় থাকে।

ঘর খুলতেই গন্ধটি ধাক্কা দিলো নাকে
শুধু বুকের আছড়ে পড়া ছাড়া।

মাকে ফোন দিয়ে সন্ধারাতে যখন বাসে উঠলাম
মনটা পড়ে রয়েছিল এই ছোট্র ঘরেই।
কতদিন পর ফিরে আসা
একটু ধাতস্ত হতেই মনে হলো ফোনটি বেঁজে উঠলো
পকেটে হাত পড়তেই মনে পড়লো ফোন দিবে কে
প্রতি ঘণ্টা পরপর বাসে উঠলেই ফোন সেটা তো গত।

অন্ধকারে হাতরে হাতরে জানালা খুলেই সজনের গাছ
কুয়াশাঘেরা ঠাণ্ডা বাতাস চোখে মুখে
শুধু নেই পিছন হতে জড়িয়ে ধরা সেই হাত...........

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ কেএম শাওন তারিখঃ 26/06/2017
সর্বমোট 966 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন