ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

শিরোনামহীন-২৩

আজ হটাৎ’ই শুভ্রদা চলে গেলেন
না কোন কাজ ছিল না, ছিল না কোন তাড়া
তবুও কেন যে চলে গেলেন আজ
ফিরবেন না জানি, এ চলে যাওয়া তো ভিন্ন দেশ ভিন্ন মাটিতে নয়
এ চলে যাওয়া কোথায় কে জানে।

ছাত্র খারাপ ছিলেন না
জেলার সেরা ইস্কুল, কলেজ পাড় করে
ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ করলেন।
সেখানে জীবন ছিল, প্রাণ ছিল আর ছিল নিজেকে পাওয়া।

স্বপ্ন তখন থেকেই বীজ বুনে ছিল
আট আটটি বছর
জটটট খুলতে পার হয়ে গেল
সেই সাথে তাকে, নিজেকে, স্বপ্নকে।

বিশ্ববিদ্যালয় শেষ করে বেশ কয়েকমাস বাড়ীতে
ফল বের হবে, না সেটা ভাবনা নয়
তাকে কতোদিন পর দেখবে সেটাই ছিল গহীনে
বুকের একেবারে ভিতরে।

টিএসসি থেকে বের হয়ে ভেবেছিল শাহবাগে যাবে
সেখান থেকে বাসে তুলে দিয়ে বন্ধুদের আড্ডায়।
পুরো শরীর লাল আলতায় রঙে ভরে উঠেছিল
শুভ্রদা শুধু বুকে চেপে নির্বিকার বসেছিল।

সেই থেকে শুরু, কখনো গাঁজা, কখনো ফেনসিডিল, কখনো বা প্যাথেডিন
এখন বাবা নামে ইয়াবা এসে মজাটা বাড়িয়েই তুলেছে
কোন চিন্তা নেই শুধু ভবের আড্ডায় ঘোড়ায় চড়া।

শুভ্রদার বাবা নেই, মা চুপচাপ বসে আছে
একমাত্র ছোটভাই কাঁদছে হাওমাও করে
কেউ আছে বাঁকা দৃষ্টিতে কেউ বা দীর্ঘশ্বাসে।

গতরাত হতেই শুভ্রদার বুকে ব্যাথা
সকাল হতে সে ব্যাথা অনেকটা বেড়ে যায়
হাসপাতালে নিতেই ডাক্তার সাহেব জানালেন শুভ্রদা আর নেই।

এই তো কদিন আগেই শুভ্রদা বলেছিল
পাঁচ মাস হলো সব ছেড়েছে
অবাক হয়ে তাঁকাতেই হাতটি চেপে ধরলো
বিশ্বাস কর শাওন আমি আর ছুঁইনা ওসব
লতা তো চাইতো না এসব ধরি কখনো।

শুভ্রদা আমি কখনো আর বলবো না তুমি ছেড়ে দাও সব
আমি জানি তোমার বুকের ব্যাথা কেনো
তার চেয়ে যদি ডুবে থাকতে ধোঁয়ায়
বুকটা তো ভরে থাকতো, হালকা থাকতো
হয়তো ধোঁয়া বেশী হলে চোখে জল ঝড়তো
তবুও তো তুমি থাকতে, তোমাকে নিয়ে...........

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ কেএম শাওন তারিখঃ 23/06/2017
সর্বমোট 1388 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন