ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ফিরে এসো 'অরুণি' ............

আমার হৃদয় ভালবাসাহীন গেলে
সত্যি, জানি কাঁদবে না তুমি
বিত্তের মাঝে, আজ যত সুখ নিয়েছো খুজে।

আমার ইচ্ছা গুলো যাযাবর হয়ে
লুটিয়েছে ধূলা হয়ে তোমার পায়ে।
চাতক চোখের চাহনি, আর অথৈ সমুদ্রে
বয়ে চলেছি নিরবধি স্রোতে।

হে অরুণি, একবার ফিরে এসো,
তোমার জন্য চির উন্মুক্ত আমার হৃদয় ভূমি।
ভেঙ্গে সব পার্থিব জড়তা।
চোখে চোখ রেখে দেখো
অপরিমেয় লোনা জলের অশান্ত আকুতি।

তুমি একবার ফিরে এসো, এই অর্বাচীন হৃদয়ে
পৃথিবীর যত শৃঙ্খল, যত অনিয়ম
হোক সে দুর্গম গিরি, কিংবা সাগর অতলে
সব করবে কুর্নিশ, লুটাবে তোমার পদতলে।

আমি বিদ্রোহী, আমি সন্ত্রাসী
প্রচন্ড দুর্দমে, আমি হব নির্মম
সব জ্বালিয়ে করব ছারখার।

কলঙ্কের কাটা! আমি মানিনা সে বাঁধা
সবটা নেব বুক পেতে, তোমাকে ধরে উর্ধ্ব লোকে
মেখে সব ললাটের তিলোকে,
সাজাব রঙ্গিন পৃথিবী, নব চারুলোকে।

তোমাকে পেতে, তেপান্তর বাসি হব
মৃত্যুদন্ড নিয়ে ফাঁসির মঞ্চে দাড়াব।
তোমার জন্য রাখব বাজি, আমার শেষ নিঃশ্বাস।

হে অরুণি, এই হৃদয়ের শুষ্ক বালিয়াড়িতে
তুমি আবার প্রেমাবাদ কর, বিচরণ কর অবাধে।
দেখো, সমস্ত বন্দিত্বের শিকল ভেঙ্গে,
আমাদের ভালবাসার জয় হবে।

ধরণীর পরে আমাদের এ সন্ধি
ইতিহাস রবে সাক্ষী, অমরতা পাবে নিরবধি।

শুধু একবার ফিরে এসো, হে অরুণি ..............

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সৌরভ সরকার তারিখঃ 19/06/2017
সর্বমোট 958 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন