ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বারুদ তোমার বুকে



বারুদ তোমার বুকে
সাইয়িদ রফিকুল হক
 
আগুন জ্বালার বারুদ খুঁজে
লাভ কি বলো মুখে?
একটাবার তুই দেখ না ভেবে
বারুদ যে তোর বুকে।
তোর বুকে যে বারুদখনি
ঘুমায় আছে জানিস?
সেখান থেকে একটুখানি
কর না এবার পালিশ।
অনাচারের গুদামঘরে
দে না ছড়ায় বারুদ,
যাক না মরে অত্যাচারী
যুগজামানার নমরুদ।
বুকের ভিতর বারুদ রেখে
ঘুরিস কোথায় বনে?
একটু ভেবে দেখ না এবার
বারুদ যে তোর মনে।
অত্যাচারীর আস্তানায়
দে না ঢেলে বারুদখনি,
তুই যে হবি সূর্যসেন
কিংবা চোখের মণি।
বুকের বারুদ জ্বালা এবার
মরবে শালা ভণ্ড,
মন-আগুনে পুড়িয়ে সব
কর না ভীষণ লণ্ড।
 
 
 
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০৫/২০১৭
 
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক তারিখঃ 28/05/2017
সর্বমোট 8086 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন