ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

নিরানন্দ

ওহে সুন্দরী,
মলিন বিকালে একা বসে
কি হেতুতে ঝর্ণার সৃষ্টি?
কেউ প্রণয়কাব্যে গাঁথে নি বুঝি!

সুন্দর কেশে মুখ লুকিয়ে
বেদনা ঢেঁকে,সুখো-অভিনয়!
নাহ!সেতো মহা অন্যায়।

তোমার পায়ের নুপুরের ছন্দে
মরা পাতার মরমর শব্দ-দ্বন্দে
কোকিল গান গায় মহা আনন্দে।
আর তুমি সুন্দরী
বক্ষ ভিঁজাও বসে নিরানন্দে!

শুধু আমি কেন?
প্রকৃতিও এ দৃশ্য দেখতে নারাজ।
তোমাকে মোটেই মানায় না এমন সাঁজ
কাঁনে কাঁনে বলে যায় বৃক্ষরাজ।

(১৩জানুয়ারি, ২০১৭)

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ আমিনুল ইসলাম তারিখঃ 23/05/2017
সর্বমোট 2410 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন