ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

অন্তঃপুর

মেঘের সাথে মনের কথা,
আকাশের সাথে প্রাণের সখ্যতা।
বিরামহীন বর্ষনে প্লাবিত জীবনের চর
সবুজে গাঁথা মরন-পণ ভালবাসার ঘর।
স্বদেশের মাটিতে বিছানো আমার
প্রেমের আঁচল।
পলির ‘পর পলি জমে।
বাহারী ঘাসফুল ফুটে সবুজ ঘাসের ‘পরে 
ঊর্ধমুখী লাল-কমলা-সাদা-জবা’র ডগা,
ছাতার মতো ছড়িয়ে থাকে রক্তজবা।
কখনোবা হরেক রকম বাগানবিলাস, রঙ্গন
আবিরে ছড়ায়, সৌন্দর্যের  আভা।
মাঠের পরে মাঠ পেরিয়ে পথের প্রান্ত
থমকে দাঁড়ায়ে অপলক নেত্র।
পথের ’পরে পথ, চারিদিক অথৈ পাথার
ভরা জোছনায় ভেসে যায় নিকষ আঁধার।
ঘোর শ্রাবণেও বেজে ওঠে বসন্ত বাহার
দু’চোখ খুঁজে ফেরে সুগম পথের দ্বার।
পথের ধারে পাথরকুঁচি, বনলতা,
নাম না জানা হরেকরকম লতা-পাতা
তারি মাঝে কলমিলতা হয়ে উঠে স্বপ্নলতা।
কল্পলোকে স্বপ্ন আসে, স্বপ্নমাঝে জীবন হাসে
জীবন সাথে ভুবন মাতে, জয়ের আশে সময় কাটে।
 এমন করেই পূর্ণিমাতে, জ্যোৎস্নাসনে
 রৌদ্র তাপে তপ্তবনে জীবন ফেরে মাটির টানে।
এমন করেই কষ্টটাকে সুখে ভাসাই মনের কোণে,
শুভ্র-সূচি ভাবনাগুলো বাসর সাজায়
অন্ধকারে আলোর সনে। স্বপ্নগুলো,
ছুটে চলে আকাশপানে। স্রোতস্বীনিরে ধারার মতো,
চিন্তাগুলো হৃদয় পারে সুরের তানে
ঢেউ তুলে যায় মনপবনে।
এমন করেই কবি তাহার আপনমনে,

 বেঁচে থাকে সুখ-স্বপনে দূর পাহাড়ের নির্বাসনে।
 
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ মম তারিখঃ 21/05/2017
সর্বমোট 2340 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন