ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

এ ভ্রমণ...

বহুদিন পরে দেখেছি তারে
চিরচেনা সেই রূপ,
মনের ভেতর বইছে ঝড়
বাইরে আছি চুপ!
অবিকল সেই মুখে হাসি
অবিকল সেই চাওয়া,
বুকের গভীরে উঠছে ফুঁসে
বরফ যুগের হাওয়া।
বিশাল সাগরের বরফের স্তূপ
গলে হয়েছে জল,
দেখেছি তাকে?নাকি সে নয়?
সেইতো অবিকল!
সে যে নাবিক,সে যে মাঝি
সেইই তো এলো ফিরে,
তার তরে এ ভ্রমণ আমার
সকল শূন্য করে।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 20/05/2017
সর্বমোট 590 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন