ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

অবেলার ক্রন্দন



অবেলার ক্রন্দন
সাইয়িদ রফিকুল হক
 
কাঁদছো কেন সখী?
আজ কি ভয় পাও
দাঁড়াতে নিজের মুখোমুখী?
কেন তুমি কাঁদছো সখী
বলবে কি কার অবহেলায়
নাকি তুমি নিজের ভুলে
এই ঊনিশে আজ অসহায়।
বয়স মাত্র ঊনিশ তোমার
কিন্তু চেহারায় কারুণ্য!
কেন সখী রুগ্ন হয়ে
হারিয়েছো তারুণ্য?
মনআকাশে সূর্য তোমার
উঠবে এখন তেজে,
কিন্তু সখী যাচ্ছো তুমি
অবেলার ক্রন্দনে ভিজে!
ভুল করেছো—দিবে মাশুল
আরও ভুলের ইতিহাসে,
এই পৃথিবী কাঁদবে নাকো
তবুও তোমার দীর্ঘশ্বাসে!
 
 
 
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/০৪/২০১৭
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক তারিখঃ 15/05/2017
সর্বমোট 3138 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন