ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সতীর্থ জাগরণে...

কথা ছিলো,
তুমি আমি দুজনে মিলে
কাটাবো এক মানবীয় যুগলজীবন!
কোন এক চৌরাস্তার মোড় থেকে
দুজনার যাবতীয় পুরনো দুঃখগুলি,
ঢাউস ঘুড্ডি বানিয়ে উড়িয়ে দেবো
বৈশাখি দস্যি বাতাসে!
কথা ছিলো,
সুতোবীহিন নগ্ন নাটাই রেখে দেবো
আমাদের যুগল আলমারিতে!
এখন দুজনার দুটি ভিন্ন আলমারি
তোমার আলমারিতে বউ-সন্তানদের দামি জিনিস ঠাঁসা
আমার আলমারিতে শুয়ে নগ্ন নাটাই ।
তার গায়ে আর মাঞ্জা দেয়া সুতোর প্যাঁচ উঠেনি
যেমন আমার গায়ে উঠেনি লাল বেনারসি!
এখন নিঃসঙ্গ আমি নগ্ন নাটাই নিয়ে রাত কাটাই
মাঝে মাঝে রাত গভীর হলে,
চৌরাস্তার মোড় থেকে
সুতোকাটা ঘুড়িটা সবার অলক্ষ্যে
উড়ে আসে আমার ঘরে!
সোজা ঢুকে যায় চাবি হারানো আলমারির ভেতর
সুতোকাটা ঘুড়ি-নগ্ন নাটাই-একা আমি
এখন মুখোমুখি নির্ঘুম রাত কাটাই
সতীর্থ জাগরণে।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 13/05/2017
সর্বমোট 818 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন