ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

শিরোনামহীন ২০

হটাৎ ঘুম ভেঙ্গে গেল, প্রায় তিনটা পঁয়ত্রিশ
চোখ মেলতেই ধরা দিলে তুমি
সন্ধায় এভাবে দেখা হবে বুঝিনি
অনেক দিন তো হলো

পিচ্চিটা দুরন্ত হয়েছে দেখলাম
তোমার ঠিক কপি
সেই লাফিয়ে বেনি দুলিয়ে ছুটে চলা

নতুন জীবন কেমন কাটছে তোমার
ইচ্ছেটা পুরন হলো কি বলো
চাকরি করছো জানতাম কিন্তু ব্যাংকে জানতাম না
মুটিয়ে গেছো বেশ, বুড়ি বুড়ি টাইপের।

অভ্যেস টা যায়নি দেখি
প্রতি মাসে নতুন নতুন পোশাকের
তুমি কি প্রতি মাসেই এখানে আসো?
উত্তরে লজ্জা দিলে
বললে আমি কিন্তু কিশোরী নই যে দাড়িয়ে থাকবে।
তোমার সেই কোচিং করার মতো!
ভিতরটা কেঁপে গিয়েছিল তখন।

তোমার এ পরিনিতি মাঝে মাঝে অপরাধী করে তুলে
তুমি চুপ ছিলে আর আমি অসহায়
যুগ শেষে দুজনের হাতই শূন্য
দুজনই একা, যে যার মত।

অথচ দেখো আর একটু সাহসী হলে..
আজো সেই ভিতুটিই রয়ে গেছি
ইচ্ছে থাকা সত্ত্বেও সেল নাম্বারটি চাইতে পারিনি।
.
.
.
.
.
.
চন্দ্রিমা তুমি ভাল থেকো.............

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ কে এম শাওন তারিখঃ 25/04/2017
সর্বমোট 5154 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন