ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

জলের রাজ্যে রাত নেমেছে...

জলের রাজ্যে রাত নেমেছে
জলে গেছে সব ভেসে,
কৃষকের কান্না আকাশে-বাতাসে
চোখেতে জলেতে মিশে।
একাকার হয়েছে নূহের প্লাবন
সকল কিনারা ঘিরে,
শূন্য বাহির শূন্য ভেতর
কেউ কি তাকায় ফিরে?
অশান্ত সাগর বুকের ভেতর
অভুক্ত শিশু কাঁদে,
দেশ আগালো কৃষক পড়িল
উন্নয়নের ফাঁদে।
বছরে বছরে মারী ও মড়কে
কঙ্কালসার দেহ,
ডানে-বামে,সামনে-পেছনে
কিছু নাই,নাই কেহ।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 04/04/2017
সর্বমোট 7185 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন