ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

​এ কেমন ভণ্ডামি



এ কেমন ভণ্ডামি

সাইয়িদ রফিকুল হক
 
নারীর জন্য কাঁদছো তুমি
করছো ভীষণ আন্দোলন!
তোমার হাতেই কত নারী
হচ্ছে দেখি দলন-মলন।
নামেই তুমি নেত্রী-নারী
বাইরে তোমার ঝরছে মধু,
ভিতরটাতে জ্বলছে রোজই
হিংসা-আগুন এখন শুধু।
তোমার হাতে গরম-ছ্যাঁকা
খাচ্ছে বাসার কাজের মেয়ে,
বাইরে দেখি নারীর জন্য
ঝরছে জল দু’চোখ বেয়ে!
এমন কত অভিনয় যে
চলবে তোমার জীবনভরে?
আর যে কত দিবে ধোঁকা
গরিবজনে এমন করে!
আগে তুমি হও না ভালো
সতীলক্ষ্মী-পুণ্যনারী,
দেখবে তখন জাগবে নারী
বাংলাদেশের বাড়ি-বাড়ি।
স্বার্থনেশায় করবে কেন
এমনতর ছ্যাবলামি,
নারী তোমার মিশন ছেড়ে
এ যে কেমন ভণ্ডামি!
 
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১০/০৩/২০১৭
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক তারিখঃ 22/03/2017
সর্বমোট 791 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন