ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

দোলযাত্রা ও অপ্রীতিকর ঘটনা

আমি অসাম্প্রদায়িক গোছের একজন মানুষ।আমার বাবাও তাই ছিলেন। হিন্দুদের জাতী হিসেবে আমি যথেষ্ট Respect করি।যারা আমাকে চেনে, জানে সেই পরিচিত জনেরা ভালো বলতে পারবেন- আমি কোন রকমের, কোন ধারার।। আমি যতগুলো মানুষের সাথে ভালো সম্পর্ক আছে।তাদের মাঝে ৩০ শতাংশ হিন্দু।কেউ আঙ্গুল তুলে বলতে পারবে না।আমি তাদের ধর্ম নিয়ে কখন বাজে কথা বলেছি।হিন্দু ভাইদের সাথে আমার যথেষ্ট খাতের।সেসকল হিন্দু ভায়েরা,বন্ধুরাও আমাকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট সম্মান করে। কিন্তু গত দোলযাত্রা বা হলি নিয়ে যে কর্মকান্ড ঘটে গেলো তার তীব্র নিন্দা জানাই।মিডিয়ারা এই বিষয় নিয়ে কোন কিছু না বলে ঘর কুনা মুরগীর মত বসে আছে। দোলযাত্রা সম্পর্কে আমার অতটা ধারনা নেই।শুধু জানি হিন্দু ধর্মের অনুসারীরা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা পালন করে থাকে। শোনা যায় দোল পূর্ণিমার দিন বিন্দাবনে শ্রীকৃষ্ণ আবির(রং) নিয়ে রাধা ও গোপীগনের সঙ্গে খেলা করেছিলেন।সেই ঘটনাকে ভিত্তি করে দোলযাত্রার শুরু।শ্রীকৃষ্ণকে অনুসরণ করে তারাও আবির নিয়ে খেলা করে।আর তার নাম দেওয়া হয়েছে দোলযাত্রা। দোল যাত্রা অনেক ভাবে পরিচিত সমাজে। কেউ দোল বলে, কেউ দোলপূর্ণিমা বলে, বসন্তোৎসব ও বলে থাকে, তবে বর্তমান মর্ডান সমাজে হোলি নামেই বেশি পরিচিত। যাইহোক যে বিষয়টা বলার জন্য আমি এত বকবক করে চলেছি। তা হলো, হিন্দু দাদাদের দোল উৎসব বা পূজা।তারা ধর্ম পালন করতেই পারেন।তাদের ধর্মপালন করবে সেখানে আমাদের আপত্তি থাকার কোন হেতু নেই। তবে তাদের সে উৎসবে কোন মুসলিম নারীকে অশালীনতার সম্মুখে যদি পরতে হয়।তবে আমি সে বিষয় নিয়ে বলতে বাধ্য। যারা এসকল কর্মকান্ডের সাথে জড়িত তাদের শাস্তি প্রদান করা অপরিহার্য। এ বছরের দোলযাত্রায় মুসলিম নারী অসম্মানিত হয়েছে।যা কখন কাম্য নয়। ইন্টারনেটে বিভিন্ন ভিডিও ফ্রুটেজের দেখা মিলছে।যা সত্যই অনেক বেশি অপ্রীতিকর। তাই সকল হিন্দু দাদাদের বলছি।আপনাদের মাঝে যেসকল কীট,মাকড় দেখা যাচ্ছে সেগুলো ঝেরে,বেঁছে ফেলে দিন। আর এবছরের দোল যাত্রায় যারা নিকৃষ্টতম কর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।(সরকারের কাছে দাবি) আর সর্বশেষে মুসলিম ভাইদের প্রতি অনুরোধ, আপনারও নিজেকে সম্মানিত স্থানে পোক্ত করে বেধে রাখুন।আপনি অসামাজিক কার্যকলাপ করলে মুসলমানের ঘাড়ে দোষ আসবে।অর্থাৎ আপনি পুরো মুসলিম জাতির জন্য একটা অপবাদ, দুর্নাম বয়ে আনছেন।। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই সাম্প্রদায়িকতা ভুলে অসাম্প্রদায়িকতার চর্চা করুন। দেখবেন আপনি ভালো থাকতে পারবেন।অন্যরাও ভালো থাকতে পারবে।

ছবি
সেকশনঃ সাম্প্রতিক বিষয়
লিখেছেনঃ আমিনুল ইসলাম তারিখঃ 16/03/2017
সর্বমোট 563 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন