ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

অথচ একদিন তার সব ছিল!

অথচ একদিন- পাখিটার সোনালী ডানা ছিল,
ওড়বার নেশাও ছিল, আর প্রশস্ত ডানায় অদম্য শক্তি।  
একদিন সমুদ্রের সফেদ ঢেউ ছুঁয়ে ও চেয়েছিল
হারিয়ে যেতে; ভালবাসার অসীম আকাশে ভেসে ভেসে
নীল জল ছাড়িয়ে একদিন ছুঁয়েছিল দিগন্তের শেষ সীমানা।
অথচ আজ- ভেজা পালক ছড়িয়ে হাওয়ায় ভাসে না সে,
স্থির ডানায় বসে শূন্যতার সাথে নিবিড় মিতালী গড়ে।
বিষণ্ন সন্ধ্যার মত একেকটা নির্লিপ্ত সময় বয়ে যায়,
রাতের অন্ধকারে- বুকের গহীনে বাজে অরণ্যের গান,
নিস্তেজ ডানায় ফুরিয়ে আসে ওড়বার শক্তি;
বাতাসের সাথে কানাকানি আর বনস্থ আলোড়ন শেষে
বুকে জমে থাকে প্রগৈতিহাসিক সময়ের ফসিল।
প্রদোষের নির্মম প্রহরে দাঁড়িয়ে আজ সে রিক্ত-অবসন্ন,
পদ্মা-মেঘনা-যমুনা- কত নদী ছাড়িয়ে গেল! কত জল!
ও-জলে তেষ্টা মেটে না এখন আর; জল ছুঁয়ে,
কষ্টের পাহাড় ডিঙিয়ে শূন্যে হাতড়ে বেড়ায় দিগন্তের রেখা,
বিষণ্ন চোখে শুধু চেয়ে দেখে আজ ব্যবচ্ছেদ-
নিজের শরীর-মন, আর অচেনা শব-দেহের।
অথচ একদিন- তার সব ছিল,
একদিন সোনালী ডানা ছিল,
ওড়বার নেশাও ছিল! 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ নিভৃত স্বপ্নচারী তারিখঃ 01/03/2017
সর্বমোট 13148 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন