ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

দেখা...

এক সময় মনে হতো তোমাকে ছাড়া ভোর হবে না
সকাল দুপুর বিকেল সব বুঝি থেমে যাবে
চলমান সময়ের নিয়মকে অস্বিকার করে!
অথচ এখন ভোরগুলি আরও নির্মল হয়
শিশিরকণা আরও পবিত্র ফুটে থাকে ঘাসের ডগায়;
যখনই চোখ পড়ে আমি স্পষ্ট দেখি
চেনা চারপাশ তবুও কতোটা নান্দনিক!
বুঝে যাই অসুখ আমার চোখে নয় মনে ছিলো।
অথচ তুমি মনে রাখার মতো কেউ ছিলে না
ছিলে না ধরে রাখর মতো কেউ!
জোয়ারের ঢেউয়ের মতো জল ভেঙে আসতে
আবার ভাটার টানে চলে যেতে নিজ নিয়মে।
আমি অবহেলায় ফেলে যাওয়া
বালি আর কাঁকরকে প্রেম ভেবেছি!
সর্বনাশা ঢেউকে বাঁধার জন্য
সারারাত বুকের সমুদ্রে গর্জন তুলে কেঁদেছি।
এখন আমি ভোর দেখি কান্নাহীন চোখে
জলকে জল আর ঢেউকে ঢেউ দেখি
বালি আর কাঁকরকে বালি-কাঁকর দেখি
যেমন দেখতাম শৈশবে।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 18/02/2017
সর্বমোট 5875 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন