ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বন্ধুতা

তুমি চেয়েছিলে অবারিত অরুণালোক
চেয়েছিলে তুমি কুঁড়ির বৃন্তে প্রস্ফুটিত ফুল।
হ্যাঁ তুমিই চেয়েছিলে। তাই-
বেঁচে নিয়েছিলুম স্বেচ্ছা নির্বাসন।

কোন এক রাতে হঠাৎ তোমার চিরকুট
আহা! সে কি অনুনয় তোমার, বন্ধুত্বের।
আমি দিয়েছি প্রসন্ন সকাল, প্রসারিত হাত
অসীম আকাশ, অবারিত সবুজ,
দিগন্তজুড়া দু’চোখ। আমি বন্ধু তোমার।

বৈশাখে দেখেছি তোমার তীব্র জ্যোতি
দেখেছি তোমার আলোয় আলোকময় মূর্তি-
দু’চোখ জুড়ে দেখেছি তোমার
সংস্কারের বহমান নদী। তাই,
পরায়েছি স্বপ্ন তিলক ললাটে তোমার
পরানে দিয়েছি শক্তি অপার।
তুমি চেয়েছিলে আমার বীণার ঝংকার
হ্যাঁ তুমিই চেয়েছিলে। তাই-
বন্ধু আমি তোমার।

বর্ষার থৈথৈ জলে, শাবণে-প্লাবণে
সংকটে, আশংকায়, অসময়ের দাবানলে
দেখেছি তোমার বিমর্ষ অবয়বে রাত্রি আঁধার,
দেখেছি তোমার হৃদয়-পাথারে শক্তি আধার।
দিয়েছি আমার নিষপ্রভ ভালবাসার হাত
পরানে তোমার।
তুমি চেয়েছিলে আমার হৃদয়ের মেঘ-মাল্লার
হ্যাঁ তুমিই চেয়েছিলে। তাই-
আমি বন্ধু তোমার।

সময় অসময়ের তালে তালে
শারদীয়া, হৈমন্তী কুহেলি ঝরায়ে,
শীতনিদ্রা অবসানে বসন্ত হাজির।
বসন্ত মনে তাই বসন্ত বনে বনে।
বসন্তে এসে চেয়েছি ছোঁয়াতে
তোমার কৃঞ্চচূঁড়ার একবিন্দু রং
আমার কপালে।
এই বসন্তে চেয়েছি বাজাতে
তোমার সুরে আমার প্রাণ।
কিন্তু, আজ তুমি চেয়েছ
বিবর্ণ করতে রং আমার চেতনার।
চেয়েছ ছিঁড়তে তার আমার হৃদয় বীণার।
হ্যাঁ তুমিই চেয়েছ। তাই-
আজ আমি নিথর, নির্বাক।
যদিও, বসন্তে জাগ্রত হৃদয় দুয়ার।
তবুও, বন্ধু আমি তোমার।

 
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ মম তারিখঃ 14/02/2017
সর্বমোট 977 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন