ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বসন্ত মহাশয়

এ সুর,ছন্দ,বাতাস বলে যায়,

বসন্ত এসেছে বাংলায়।

নতুন পাতা নির্মল বাতাসে দোলায়,

গোটা মহী হয়েছে সুখময়।


শিমুল গাছের পুষ্প ভোরা ডালে,

কত পাখি গান গেয়ে যায়।

গাছের নতুন পাতার আড়ালে,

দুষ্টু পিক কুহু কুহু গায়।


বৃক্ষদল নিজেকে ফুলে ফুলে সাঁজায়

মিষ্টি গন্ধের সুভাস ছোড়ায়।

সব দুঃখগুলো যেন সুখ হয়ে যায়,

প্রকৃতি প্রশান্তি বিলায়।


বসন্ত আসায় কবিমন উতলা হয়,

কত কি লিখিতে মন চায়!

জীর্নশীর্ন মন প্রফুল্ল হয়ে যায়,

পুনরায় বাঁচিবার সাধ জাগায়।


দেবদারু, শিমুল,পলাশ,মহুয়ায়,

প্রকৃতি প্রান ফিরে পায়।

ফাল্গুন ও চৈত্রে রাজত্ব করে যায়,

ঋতুরাজ বসন্ত মহাশয়।




(১৩ ফেব্রুয়ারি, ২০১৭)

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ আমিনুল ইসলাম তারিখঃ 13/02/2017
সর্বমোট 716 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন