ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ফাল্গুন-মাসে




ফাল্গুন-মাসে
সাইয়িদ রফিকুল হক

ফাল্গুন-মাসে সব যে দেখি রক্তলাল,
বীর-বাঙালির ইতিহাসের পৃষ্ঠাও লাল!
আর রফিকদের বুকের রক্তও লাল।
ফাল্গুন-মাসে রক্ত ঝরে বাংলার বুকে,
শোকের ছায়া চোখে পড়ে ভাইয়ের মুখে!
তবুও দেখি হাসে সবাই দেশের সুখে।
ফাল্গুন-মাসে বাংলা-প্রেমে মেতে ওঠে জাতি,
ভাষা-প্রেমে ফুলে-ফেঁপে স্ফীত হয় যে ছাতি!
এরাই কিন্তু এগারো-মাস বুকে রাখে ইংলিশ-হাতি।
ফাল্গুন-মাসে এখনও তাই ভাষাশহীদ কাঁদছে বসে,
বাংলার বুকে বাংলাবর্ণ ধীরে-ধীরে যাচ্ছে খসে!
কে আছে রে বীর-বাহাদুর ভণ্ডের মুখে মারবে চড় কষে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/০২/২০১৭

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক তারিখঃ 12/02/2017
সর্বমোট 1818 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন