ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

কবি কৌতুক

এক কবি এক নারীর প্রেমে গভীরভাবে ডুবে গেল, ফলশ্রুতিতে তার প্রেমিকা বিবাহ বহির্ভূত গর্ভধারণ করল।
সমাজের জন্য বিষয়টি খুবই বিড়ম্বনার। এ নিয়ে সালিশ বসল এবং কবিকে জিজ্ঞেস করল, সে কেন এ কাজ করেছে?

কবি উত্তর দিলো- আমি কবি, আমি প্রেমিক, আমি ভাবুক, আমি অন্যমনা, আমি এসব প্রচলিত ধ্যান-ধারণা বহির্ভূত মানুষ, এসব আমাকে ছোঁয় না।

ভাবুক বলে প্রথমবারের মতো কবিকে ক্ষমা করে দেওয়া হল।

দ্বিতীয়বার কবি একই ঘটনা ঘটালো। যথারীতি সালিশ বসল। কবিকে একই প্রশ্ন করা হলো এবং কবি সেই একই উত্তর দিলো।

কবির ভাবুকতাকে বিবেচনায় নিয়ে এবারও কবিকে ক্ষমা করা হল।

তৃতীয়বার কবি একই ঘটনা ঘটাল এবং প্রেমিকাকে গর্ভবতী করে ফেলল। সালিশ বসল, কবিকে একইভাবে প্রশ্ন করা হলো এবং কবিও ঠিক একইভাবে উত্তর দিলো।

সালিশের মধ্য থেকে একজন মেজাজ খারাপ করে চিৎকার করে উঠল- ঐ শালা কবি, কবিরা সেক্স করলে কী মাল বাইর না হয়ে গোলাপজল বের হয়?

পাদটীকা: কবি বলে সব কিছুতে ক্ষমা পাওয়া যায় না। 'কবি' ও 'কবির মতো'র মধ্যে যোজন যোজন দূরত্ব।

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ যুক্তিযুক্ত তারিখঃ 31/01/2017
সর্বমোট 6702 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন