ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

একটা সামাজিক যুদ্ধ দরকার


পরাধীনতার দৃশ্যমান শৃঙ্খলের চেয়ে স্বাধীনতার অদৃশ্য শৃঙ্খলের নিষ্পেষণ কোন অংশে কম কষ্টদায়ক নয়।
আমলা-রাজনীতিকের যুগ্ম দুর্বৃত্তায়নে আমজনতা চরমভাবে ধুকছে। ছাইচাপা আগুনের নিরন্তর দহনে অঙ্গার হচ্ছে সাধারণ মানুষ।

দেশে আরেকটা যুদ্ধ দরকার, অধিকার আদায়ের যুদ্ধ। একদিকে আমজনতা আরেকদিকে আমলা-রাজনীতিবিদ।
জনগণের সম্মিলিত ন্যায়সঙ্গত শক্তির কাছে সব অপশক্তিই নস্যি। কামানের গোলা, পারমানবিক বোমা কোন কিছুর শক্তিই জনগণের সম্মিলিত শক্তির কাছে কিছুই না।

প্রতিবাদী হওয়া দরকার। ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। অস্ত্রবিহীন ন্যায়সঙ্গত সামাজিক যুদ্ধের জন্য তৈরি হবার কোন বিকল্প নাই।

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ যুক্তিযুক্ত তারিখঃ 31/01/2017
সর্বমোট 5654 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন