ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

নদী নাকি মরু...

মনের ভেতর একলা পাখি
ডাকে অবাক সুরে,
তোমার পানে নিত্য সে যে
ভোর বেলাতেই উড়ে।
বন্ধ ঘরে অন্ধকারে
থাকো তুমি ডুবে,
তোমার জন্য ভোর আনে সে
নিত্য ডেকে পুবে।
ভোর গড়িয়ে দুপুর হলেও
ক্লান্ত পাখি ডাকে,
জানলা খুলে চাও না বারেক
কাঠগোলাপের শাঁখে।
সন্ধ্যেবেলার দ্বন্দ্বে ভুলো
সেই পাখিটার কথা,
যাত্রা তোমার মাত্রাছাড়া
যখন যথা-তথা।
রাগ করে তাই খসায় পালক
ছোট্টপাখি বোকা,
ইচ্ছে করে নিজের মনে
নিজেকে দেয় ধোঁকা।
শিশির ছুঁয়ে দেয় ধুয়ে সে
মনের জলকষ্ট,
তুমি নদী নাকি মরু
হও না কভু স্পষ্ট।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 28/01/2017
সর্বমোট 4841 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন