ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

কংকন কংকাল

এক।

একদিন চোখে অনেক স্বপ্ন ছিলো
যৌথখামারে বাতাসে দোল দেবে
ধানের সবুজ পাতা-শীতের ভোরে
নীল-নীল আকাশে উড়বে হলুদ পাখি।

দুই।

একদিন নীরব একটা দুপুর ছিলো
দখিনা হাওয়ায় দুলে ওঠা আমগাছে
পিঁপড়ার সারি; যুথবদ্ধ হয়ে রাজকীয়-
চলন-বলন, দীঘির পানিতে সাদা-কালো
ছায়াদের যুদ্ধ। বাঁশপাতায় দোল দেওয়া
সেই দুপুরকে চুরি করে শব্দের শকট।

তিন।

একদিন নিথর এক সাঁঝ ছিলো
দীর্ঘ ঘোমটায় ঢাকা একটা মুখ ছিলো
তেতুলপাতায় ঘষা উজ্জল নোলক-
ছিলো। ধনেকালী শাড়িতে নকশিতোলা
ঝুম বর্ষা ছিলো; উত্তুরে কালো মেঘ ছিলো,
ডাকাতের মতো হামলে পড়ার বেলা ছিলো।

চার।
 

একদিন এক নির্ঘুম রাত এলো
অতীতের দিনগুলো আর স্বপ্নেও দেখা মেলেনা
পাশা-পাশি বসেও
ভালোবাসি বলার সময়টুকুও
ছিনতাই হয়ে গেলো।
শুধু হাসিমুখের একটা কংকাল-
সুখের অভিনয় করতে করতে
মর্গে বসবাস করতে শুরু করলো।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ অনিমেষ রহমান তারিখঃ 27/01/2017
সর্বমোট 4766 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন