ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বরং ভুলেই থাকি

পথের শেষটা দেখা হলো না আর,
সেই যে ধুলোমাখা মোঠোপথটা!
দুরন্ত শৈশবের সাক্ষী হয়ে আছে আজও;
চলতে চলেতে একদিন-
নদীর কাছে সপে দিয়েছিলো নিজেকে;
কাকচক্ষু জলের সেই নদী-
সবুজ মাঠের পাশ দিয়ে বয়ে গেছে;
আজও তেমনই আছে কি?
নাকি বদলে গেছে তার গতিপথ, হারিয়েছে যৌবন?
সে যাক- তবুও তো সে নদী!
বুকের কোঠরে জমে থাকা এক টুকরো ভালবাসা!
খেয়া ঘাটের সেই যে বুড়ো পাকুড় গাছটা-
বেঁচে আছে তো? না-কি গ্রাস করেছে লোভী প্রবঞ্চকেরা?
ওর শেকড়ে বাঁধা সারি সারি নৌকো,
নদী পার হয়ে চলে গেছি দূরে,
সকাল-দুপুর কেটেছে কত- জলে, নদীর চরে! 
সফেদ গাঙচিলেরা উড়ে গেছে মাথার উপর দিয়ে;
ভুলেই ছিলাম তারে, কতটা সময় বয়ে গেছে!
আরও আরও কত দিন, বছর- দীর্ঘ একেকটা রাত!
দূরে আছি, যোজন যোজন দূর, ভাল আছি কি?
না, ওদের বলা হয়নি;
আর সেই পথটা- যার শেষটা আজও দেখা হলো না,
কেমন আছে সে? কেমন আছে তার দু-ধারে
অযত্নে বেড়ে ওঠা ঢোলকলমি,
কলাবতী আর লজ্জাবতীর ঝোপ?
উচুন্ডি আর চোরকাঁটারা ঘুমিয়ে পড়েনি তো?
পথের ধারের শটিবনের সেই কড়া গন্ধ
আজও ভেসে আসে কি?
নাগরিক মন আজ বড়ই ব্যস্ত,
ইট-কাঠ-পাথরের মাঝে বন্দী জীবন-
অরণ্যের গন্ধ খোঁজে, খুঁজে বেড়ায় সেইসব দিন;
পথের পরে’ ফেলে আসা দীর্ঘশ্বাসগুলো গাঢ় হয়,
মাঝে মাঝেই ডাক দিয়ে যায় নিঃসঙ্গ অতীত,
ভালবাসা জমে আছে এই বুকের মাঝে,
জানানো হয়নি ওদের, কি হবে-
এসব অর্থহীন কথা শুনিয়ে?
এখন কি-ইবা মূল্য আছে এসবের?
তারচেয়ে বরং ভুলেই থাকি,
সে-ই ভাল। 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ নিভৃত স্বপ্নচারী তারিখঃ 31/12/2016
সর্বমোট 7482 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন