ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

দ্বৈতাকাশ

থেমে থাকা শহরে
আমিও তো থেমে থাকি,
কখনো শাহবাগ-কখনো শহরের প্রান্তে
নাগরিক জারুল গাছটার পাশে,
সামনে-পিছনে সারি সারি বাহন
তুমিও থাকো এই নাগরিক জঞ্জালে
আজকাল আর সিনেমার পোষ্টার
কিংবা মুক্তির কথা থাকেনা দেয়ালে
শুধুই দেনা-পাওনার হিসেব,
কি দিলে কি পাওয়া যায়।
শুন্য পকেটে তো কিছুই মিলেনা
এই পোড়া শহরে।

শুধু আকাশটাই কখনো দাবী করেনি
'আমাকে দেখে ফেললে-
দিয়ে দাও চার আনা'
তাই বার বার আকাশ দেখি
কখনো পিতার সফেদ পাঞ্জাবীর মতো
কখনো মেঘে ধোঁয়া ধোঁয়া
কখনো মিছিলের মতো উত্তপ্ত
কখনো শান্ত সাগরের নীল।

তুমিও দেখো একি আকাশ!
যত দুরেই থাকো-আকাশের কাছেই তো আছো।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ অনিমেষ রহমান তারিখঃ 30/12/2016
সর্বমোট 3826 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন