ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

শিরোনামহীন ১৯


জানি মৃত্য আসবেই তবুও বাঁচার কত আয়োজন

স্বপ্ন দেখার, স্বপ্ন বেচার, স্বপ্ন ভাঙ্গার।

দুচোখে ঘুম আসেনা,রাতভর দুচোখ জড়িয়ে স্বপ্ন ভাসে।

আমি কবি নই, শব্দের খেলোয়াড়ও নই

তবুও তোমাকে দেখি কবিতার প্রতিটি শব্দে মিশে থাকা ছন্দে।

বাহুডোরে জড়িয়ে থাকা রাতের ঘ্রাণে

কখনো পা ডুবে থাকা যমুনার জলে

হার্ডপয়েন্টে ফুচকার টংঘরে

৯৯ ঘরে শোকেসে সাজানো ছোট্র পুতুলে

জলে ভরে থাকা তোমার চোখের পাতায় ।


আমি ফেরিওয়ালা নই, তবু তোমাকে দেখি লেইস ফিতার বেণীতে।

লাল টুকটুকে লিপিস্টিকে স্টেশনে দাড়িয়ে থাকা নীশি পাখিতে।

কত আয়োজন বেঁচে থাকার, রাতের নোংরা দাঁতের কামড়ে

জীবন জড়িয়ে ভালবাসা সাথে নিয়ে।

আমার মত, পিষিত জীবন আক্রে স্বপ্ন বোনা চোখে।


জানি মৃত্য আসবে, ভেঙ্গে যাওয়া স্বপ্নের বিরহে

রিক্সার হুডে মাথা ঠেকিয়ে

ছবিহীন দেয়ালে।

অস্তিত্বহীন ভালবাসার পরশে

কোন রাতে জেগে না উঠবার বিশ্রামে।


জানি মৃত্য আসবেই তবুও বাঁচার কত আয়োজন

স্বপ্ন দেখার, স্বপ্ন বেচার, স্বপ্ন ভাঙ্গার।

ভাল থেকো ভালবাসা

তোমার বিলাসীতার স্বপ্ন নিয়ে........

-------------------------------

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ কে এম শাওন তারিখঃ 07/12/2016
সর্বমোট 5086 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন