ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

অভ্যাসে...

যে মুখ দেখতে চাই না
দেখতে না চাইলেও দেখি সে মুখ!
যে মুখ ভুলে গেছি সে মুখও দেখি
দেখি দেখার অভ্যাসে;
শুধু তোমার মুখ দেখি না!
তোমাকে ভালোবাসি,
ভালোবাসার খুব কাছেই ঘৃণার বসতি
যদিও জেনেছি আগেই।
তবুও ভালোবাসি,
ভালোবাসি ভালোবাসার অভ্যাসে।
তোমার প্রতি ভালোবাসাটা এখন
ভালোবাসা আর ঘৃণার মাঝামাঝি অবস্থানে
আর আমি আছি জীবন-মরণের মাঝামাঝি;
দেহাতীত মরণে মরেছি বেশ কয়েকবার!
তিনশ পয়ষট্টি দিন পরে কী হবে
সে হিসেব কষে,
এখনই মরণের জন্য প্রস্তুত হচ্ছি ;
অথচ তোমাকে পেলে প্রতিটা মৃত্যুর কষ্ট ভুলে
তুমুল আনন্দে কেটে যেতো বাকিটা জীবন!
কিন্তু সত্যি এই যে
তুমি চলে যাবে!
দেহাতীত মরণের পর
আমি আবার উঠে দাঁড়াবো,
একা হাঁটবো পৃথিবীর কানাগলি পথ ধরে
আবার নতুন করে চিনে নেবো
জীবনের ব্যাপ্ত পটভূমি!
অতঃপরঃ
এই পুরাতন গ্রহেই আমাদের নতুন করে
ফের দেখা হবে কোন একদিন!
তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখবো
পুরাতন চোখে উৎসাহী দৃষ্টি সেদিন
নতুন করে সচেতন হয়ে উঠবে;
দেখবো শুধুই দেখার অভ্যাসে।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 04/12/2016
সর্বমোট 6967 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন