ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ছুঁয়ে থাকা সময়......

বছর ফুরিয়ে বছর আসে
ফুরায় রাত্রি-দিন,
খ্যাপাটে মাথা জমিয়ে রাখে
নিশ্চিহ্ন সব ঋণ!

উত্তর-দক্ষিণ পূর্ব-পশ্চিম
ভাবতরঙ্গের কথা,
প্রাপ্তির উঠোন ভরে থাকে
ঋদ্ধমনের ব্যথা।

রূপহীন এক রূপের দেশে
ঘুরি মানুষ বেশে,
খুলির ভেতর খোলস নিয়ে
দাঁড়াই মানুষ ঘেঁষে!

মনের জমিন দ্বন্দে ভরা
চোখের ভাষাও রুদ্ধ,
হাত জড়িয়ে ছুঁই না মানুষ
হইনা তবু শুদ্ধ!

যোগ-বিয়োগের জীবন বুঝি
কষ্টে ভরা রোপণ,
ভাবালু মন শিখরে নাচে
বিষাদ করে গোপন!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ স্বপ্নের কারিগর তারিখঃ 03/12/2016
সর্বমোট 9962 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন