ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

পথকে পিছনে রেখে পথে হেঁটে যাই

১.

আমি নি:সঙ্গ নই 

আমার আছে 
এক আকাশ মেঘ
ওরা ঝরে পড়ে
আমি তাকিয়ে দেখি 
কিভাবে মিশে নোনাতে।

২.

পথকে পিছনে রেখে পথে হেঁটে যাই 

উপরে আকাশ সাথে হাঁটে
মেঘকে বুকে নিয়ে অনিশ্চয়তায়,
গন্তব্যের ঠিকানা অজানা আমার 
ঈশ্বর শব্দের মতোই সত্যি না ধারণা 
নাকি গল্পকথা তাও জানি না 
ঠিক যেনো অজানা রংয়ের জামা পরা 

প্রিয়তমার রূপের মতোই 
কি যায় আসে মনে যখন বেঁধেছি ঘর
বুকে যখন ধরেছি বন্ধনের আশা 
মনে যখন দিয়েছি ঠাঁই 
সেতো সুন্দরই - অজানা হলেও 
রং তো আছেই - হেঁটে চলি 
অজানা অনিশ্চয়তায় পথ পিছনে রেখে 
সামনের পথে - কন্ঠে পিপাসা।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ দুরন্ত.. তারিখঃ 22/11/2016
সর্বমোট 9240 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন