ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

দুঃসময়

দুঃসময়ের অগ্নিবাণে ক’টা মাস
নিয়ত দুর্বিপাকের ঘূর্ণিঝড়ে
জীবনের অষ্টপ্রহর।
সন্ধ্যায় নিমগ্ন পৃথিবী ডুবে যায়
অমাবশ্যার কাল জলে।
সময়গুলো করাঘাত করে
দুঃসময়ের দুয়ারে। অযাচিত
অনাকাঙ্খিত বর্ষণে ক্লেদাক্ত
হয়ে উঠে চেনা পথ সুবর্ণ রথ।
পিছলে যায় জীবন, থৈ থৈ জলে
ভেসে যায় জীবনের খেলাঘর।
ভুবন জুড়ে বেজে উঠে হারানো সুর-
অপ্রত্যাশিত মৃত্যু হানা দেয় চোখের ‘পর
অমোঘ প্রার্থনায় ফের বেঁচে থাকা জীবন।
নীরব, নিথর অজানা অব্যক্ত বেদনায়
ফুলে উঠে, ফেঁপে যায় জীবন চরাচর।
বড় দুঃসময় ক’টা মাস, বড় দুঃসময় এখন!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ মম তারিখঃ 17/11/2016
সর্বমোট 7694 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন