ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বুখারী শরীফের হাদিসের আলোকে সূর্যের সিজদা নিয়ে কিছু প্রশ্ন

সহীহ বুখারী শরীফের হাদীস নং ২৯৭২
৫ম খন্ড সৃষ্টির সূচনা অধ্যায় এর নবম হাদিস। হাদিসটি সরাসরি তুলে ধরা হলো।

.................................
মুহাম্মদ ইবনে ইউসুফ রহ………..আবু যার রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় আবু যার রা.-কে বললেন, তুমি কি জান, সূর্য কোথায়? আমি বললাম, আল্লাহ এবং তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেন, তা যেতে যেতে আরশের নীচে গিয়ে সিজদায় পড়ে যায়। এরপর সে পুন: উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেয়া হয়। আর অচিরেই এমন সময় আসবে যে, সিজদা করবে কিন্তু তা কবুল হবে না এবং সে অনুমতি চাইবে কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হবে, যে পথে এসেছ সে পথে ফিরে যাও। তখন সে পশ্চিম দিক হতে উদিত হবে। এটাই মর্ম হল মহান আল্লাহর বাণী: আর সূর্য গমন করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে, এটাই পরাক্রমশালী, সর্বজ্ঞের নিয়ন্ত্রণ।(৩৬:৩৮)

..................................

১। যদি মনে করা হয় যে মক্কা নগরীর হিসাবে সূর্য অস্ত গিয়ে সিজদায় পড়ে তবে। পৃথিবীর অপর অংশে আলো দিচ্ছে কোন সূর্য?

২। এন্টরটিকা মহাদেশে ৬ মাস দিন ৬ মাস রাত তবে, সূর্য তখন কিভাবে সিজদারত হয়?

৩। পৃথিবীর বাইরে গেলে এই বিষয়টি কিভাবে বিবেচিত হব?

প্লিজ কেউ তথ্যভিত্তিক সমাধান দিতে পারলে জানাবেন।

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ মোহাম্মদ মুজাহিদুল আমিন সোহেল তারিখঃ 23/07/2015
সর্বমোট 7211 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন